যথাযথ মর্যাদায় সিলেট সিটি কর্পোরেশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (১৮ অক্টোবর ২০২১) সকালে সিসিকের পক্ষে থেকে নগর ভবন চত্ত্বরে স্থাপিত শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। জন্মদিনের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে বেলুন উড়ানো হয়।
পরে নগর ভবনের সম্মেলন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিসিক কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরকারের অতিরিক্ত সচিব বিধায়ক রায় চৌধুরী।
সিসিকের চীফ এসেসর চন্দন দাসের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, কাউন্সিলর ইলিয়াছুর রহমান, কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান, এক্সিকিউটিভ ম্যাজিট্রেট সুনন্দা রায়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিসিকের নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, কর কর্মকর্তা রমিজ উদ্দিন, সহকারী প্রকৌশলী জয়দেব বিশ্বাস, বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল ফজল, শিক্ষা, সংস্কৃতি, পাঠাগার ও সমাজকল্যাণ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, লাইসেন্স কর্মকর্তা মো. আসাদুজ্জামান, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ প্রমুখ। বিজ্ঞপ্তি