জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে পাইপ লাইনের মাধ্যমে কমিউনিটি ভিত্তিক পানি সরবরাহের স্কিম প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। মিরপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন এর সভাপতিত্বে ও ইউপি সদস্য আবদুস শহীদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবদুর রব সরকার ও মিরপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি আতিকুর রহমান।
বক্তব্য রাখেন, সমাজকর্মী রইছ আলী, আংগুর মিয়া, আবদুন নুর ফয়সল, আজিজুর রহমান জয়, পৌর যুবলীগ নেতা রাজিব চৌধুরী বাবু, যুবলীগ নেতা আবদুল লতিফ, হুসিয়ার আলী, ফারুক আহমেদ, জিলু মিয়া, জয়নাল আবদীন প্রমূখ। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন। সভায় বক্তারা মিরপুর ইউনিয়ন এলাকায় একের পর এক উন্নয়ন কাজ উপহার পেয়ে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবদুর রব সরকার জানান, পাইপ লাইনের মাধ্যমে কমিউনিটি ভিত্তিক পানি সরবরাহের স্কিম প্রকল্প বাস্তবায়নের কাজ দ্রত এগিয়ে চলছে। এ নিয়ে গত ২ দিনে মিরপুর ইউনিয়ন এলাকায় ৪টি উদ্বুব্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।