টেন্ডার বাতিল, সহসা হচ্ছে না বিশ্বনাথ উপজেলা প্রশাসনিক কমপ্লেক্স

9

বিশ্বনাথ থেকে সংবাদদাতা :
কাজ বাস্তবায়নে ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফিলতির কারণে বিশ্বনাথ উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্পের প্রথম পর্যায়ের টেন্ডার বাতিল করা হয়েছে। মঙ্গলবার বিকেল চূড়ান্ত মেজারমেন্টের পর অবশিষ্ট কাজ সম্পন্ন করার লক্ষ্যে আগের টেন্ডার প্রক্রিয়া বাতিল করা হয়। সেই সাথে নতুন রেট সিডিউল ২য় পর্যায়ের টেন্ডারের মাধ্যমে পুনরায় কাজ শুরু করা হবে। ফলে সহসা আর বিশ্বনাথ উপজেলা প্রশাসনিক সম্প্রসারণ কমপ্লেক্স নির্মাণ করা সম্ভব হচ্ছেনা। এর আগে গত ২৮ জুলাই প্রথম পর্যায়ের টেন্ডারটি বাতিল করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া।
এ প্রসঙ্গে জানতে উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া, এ প্রতিবেদককে বলেন, উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্পের কাজ সম্পন্ন করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আর এ জন্য মঙ্গলবার (২৭ আগষ্ট) নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা, উপজেলা প্রকৌশলী হারুনুর রশীদ ভূঁইয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওনের উপস্থিতিতে এক বৈঠকের মাধ্যমে আগের টেন্ডযার বাতিল করেছেন তারা।
জানা গেছে, ২০১৭ সালের ২৮ ফেব্র“য়ারী প্রায় ৪ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে ‘বিশ্বনাথ উপজেলা সম্প্রসারণ প্রকল্প’ বাস্তবায়নের জন্য ওয়ার্ক অর্ডার পান জামাল আহম্মেদ চৌধুরীর মালিকানাধীন ঠিকাদারী প্রতিষ্ঠান ‘মেসার্স আক্তার ট্রেডার্স’। ২০১৮ সালের ১৪ নভেম্বর প্রকল্প বাস্তবায়নের মেয়াদ শেষ হয়ে যায়। এরপরও একাধিক বার কাজ সম্পন্ন করার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে ঠিকাদারী প্রতিষ্ঠানকে অবহিত করা হলেও প্রকল্পটি বাস্তবায়ন করতে ঠিকাদারী প্রতিষ্ঠান সম্পূর্নরুপে ব্যর্থ হওয়ায় তা চলতি বছরের ২৮ জুলাই বাতিল করা হয়।