সিলেটের শিক্ষা উন্নয়নে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘শিক্ষায় পিছিয়ে পড়া সিলেটকে এগিয়ে নিতে হবে। আর এ জন্য সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। কারণ সমন্বিত প্রচেষ্টা ছাড়া উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা কঠিন।’
গতকাল বুধবার সিলেট সিটি করপোরেশন আয়োজিত শিক্ষা বিষয়ক পরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চৌহাট্টাস্থ ভোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় সিটি করপোরেশন পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন মেয়র।
সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে পরিকল্পনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, প্রাথমিক শিক্ষা বিভাগের সিলেটের উপপরিচালক এ কে এম সাফায়েত আলম, সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বায়েজিদ খান, ইউনিসেফের সিলেট বিভাগীয় প্রধান দিল আফরোজা ইসলাম, সিলেট সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ ও প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান। বক্তব্য দেন, ইউনিসেফ সিলেট অঞ্চলের শিক্ষা কর্মকর্তা তানিয়া লাইজু সুমি, প্রোগ্রাম অফিসার উম্মে কুলসুম নিপুণ, সিলেট সিটি করপোরেশনের শিক্ষা, সংস্কৃতি, পাঠাগার ও সমাজকল্যাণ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, ভোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় ভূষণ ধর প্রমুখ। বিজ্ঞপ্তি