নীলিমা শামীম
শিশির ভেজা দুর্বাঘাসে
মন ময়ুরি হাসে,
স্নিগ্ধ সকাল ভেজা কেশে
আনমনা আবেশে!
লাল হলুদে মেলামেশা
উচ্ছ্বসিত আঁখি,
দুষ্টু মিষ্ট তালবাহানায়
নীলিমায় মন রাখি!
ঔ দেখা যায় দূর সীমানায়
বক- কবুতর- পাখি,
আকাশ পরী হয়ে ঘাসের সনে
বলো কেমনে থাকি?
তারা ফুলের রুমঝুমাঝুম হাসি
চেনা চেনা মুখ,
কঙ্কনাতে হাতদুখানি ভরপুর
রিনিঝিনি সুখ!!