সুনামগঞ্জ সদর হাসপাতালের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন, ছাত্রলীগের বাধার মুখে পন্ড

36
সুনামগঞ্জ সদর হাসপাতালে দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধনে পুলিশী বাধা।

একে কুদরত পাশা সুনামগঞ্জ থেকে :
সুনামগঞ্জ সদর হাসপাতালের দুর্নীতিবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে হাসপাতাল দুর্নীতি দমন ও সুচিকিৎসা নিশ্চিতকরণ কমিটির পূর্ব নির্ধারিত মানববন্ধন পন্ড করে দিয়েছে ছাত্রলীগ। সোমাবার বেলা ১১টায় পূর্ব ঘোষণা অনুযায়ী সুনামগঞ্জ সদর হাসপাতালে দুর্নীতি দমন ও সুচিকিৎসা নিশ্চিতকরণ কমিটি এই মানবন্ধনের আয়োজন করে। ছাত্রলীগ নেতাকর্মীদের দাবি, দুর্নীতিবিরোধী মানববন্ধনের আড়ালে আয়োজকরা সরকারবিরোধী ষড়যন্ত্র করছেন। তাই তারা মানববন্ধনে বাধা দিয়েছেন।
সুনামগঞ্জ সদর হাসপাতালের একটি শক্তিশালী দুর্নীতিবাজ সিন্ডিকেট দীর্ঘদিন ধরে দুর্নীতির মাধ্যমে সাধারণ মানুষের সেবাকে ব্যাহত করেছে। এর প্রতিবাদে গত এক মাসে চারটি মানববন্ধন ও একটি প্রতিবাদ সভা করেছেন নাগরিকরা। তারা এসব কর্মসূচিতে হাসপাতালের তত্বাবধায়ক আশুতোষ দাশসহ হাসপাতালের দুর্নীতিবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
জেলা জাসদের (ইনু) সাধারণ সম্পাদক ও দুর্নীতি দমন কমটির আহ্বায়ক ইনামুজ্জামান চৌধুরী এনাম ট্রাফিক পয়েন্ট এলাকায় জনতাকে নিয়ে পূর্বনির্ধারিত সময়ে মানববন্ধন শুরু করেন। এক পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা এসে তাদের বাধা দেন। অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে পুলিশ এসে হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
‘সদর হাসপাতালে দুর্নীতি দমন ও সুচিকিৎসা নিশ্চিতকরণ কমিটি’র আহ্বায়ক ইনামুজ্জামান চৌধুরী এনাম বলেন, জনগণের ভোগান্তি লাঘবে সদর হাসপাতালের অনিময়-দুর্নীতির বিরুদ্ধে এই মানববন্ধনের আয়োজন করা হয়েছিল। কিন্তু কোনও কারণ ছাড়াই জেলা ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে নেতাকর্মীরা এসে মাননবন্ধনে এসে বাধা দেন। তিনি আরও বলেন, বাধা পেয়ে আমরা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে গিয়ে মানববন্ধন করতে চাইলে সেখানেও ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের বাধা প্রদান করেন। পরে আমরা বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করতে তার কার্যালয়ে যাই। কিন্তু তাকে না পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসককে হাসপাতালের অনিয়ম ও দুর্নীতির বিষয়গুলো জানাই। আগামী বুধবার গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি প্রদানের জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে আমাদেরকে টেলিফোনে জানানো হয়েছে।
জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে বলেন, হাসপাতালের দুর্নীতির বিরোধিতার নামে মানববন্ধন আয়োজন করে ছাত্রদল ও জামায়াত-শিবিরের লোকজন সরকারবিরাধী বক্তব্য প্রদান করছিলেন। পার্টি অফিস কাছে থাকায় সেখান থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা গিয়ে তাদের বাধা দিয়েছেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুর রহমান বলেন, বেলা ১১টার দিকে ট্রাফিক পয়েন্ট এলাকায় একটি মানববন্ধনের আয়োজন করা হলে ছাত্রলীগ এসে বাধা দেয়। আইনশৃঙখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে পুলিশ দুপক্ষকে দুদিকে সরিয়ে দিয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. হায়াতুন নবী বলেন, মানববন্ধন চলাকালে দুইটি সংগঠন একসাথে অবস্থান নেওয়া আমরা আমরা মধ্যে অবস্থান করি এবং কোনো রকম বিশৃঙ্খলা করতে দেওয়া হয়নি।