ঈশিতা চৌধুরী হেনা
তুমি আসবে বলে
আমারি দুয়ারখানি রেখেছি খোলে
চেয়ে দেখো বসে আছি স্নিগ্ধ আঁখি তুলে।
তুমি আসবে বলে
আমি উদাসি দুপুর পেরিয়ে গেছি
শত অবহেলার ছলে।
তুমি আসবে বলে
সহস্র ভাবনা ফেলে,
হঠাৎ করে মিশে গেছি মেঘেদের দলে।
তুমি আসবে বলে
ভবঘুরে হয়ে, ঘুরে বেরিয়েছি
যুগ থেকে যুগান্তরে।
তুমি আসবে বলে
আলতা রাঙানো পায়ে
এখনো হেটে চলেছি মহাকালের পথে…
তুমি আসবে বলে।