এই সেই দেশ

13

দুখী

যে দেশেতে সকাল হলে
সূর্য হাসে প্রাণ খুলে
পাখিগুলো সব গুণগুনিয়ে
সকাল টাকে সাজিয়ে তুলে।

যে দেশেতে নদীর ছাঁয়ায়
আকাশ মাতে রূপক কায়ায়
বিকেলটাকে কোমল করে
ফুলেরা দোলে মিঠি হাওয়ায়।

যে দেশেতে মাটির পরশ
কোমল নরম ভীষণ সরস
সোনার ফসল ফলে বলে
সবাই বলে সুখের আরস।

বহুদূরে নয়তো সে দেশ
সেই মোদের বাংলাদেশ
রূপে গুণে মুগ্ধ সবে
বিশ্ববাসী বিষ্ময়ে বেশ।