পথশিশু মার্চ ১৫, ২০১৯ 27 Facebook Twitter Pinterest WhatsApp সাগর আহমেদ পথের ধারে পথশিশু ঘুরে বস্তা হাতে অনাহারে দিন কেঁটে যায় ঘুমায় ফুটপাতে। মলিন মুখে শুকনো ঠোঁটে এপাশ ওপাশ ছোটে একটা টাকা একটু রুটি কোথাও না তাঁর জুঁটে। অবহেলা আর অনাদর পায়না ওরা কদর মানুষ তবে পাষাণ সবে করেনা কেউ আদর।