বিয়ানীবাজারে মাইক্রো চালক ছুরিকাহত, দু’পক্ষে উত্তেজনা

12

মাহবুব আহমদ খান বিয়ানীবাজার থেকে :
বিয়ানীবাজার পৌরশহরের দক্ষিণবাজারে অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এক মাইক্রো চালককে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় বিবদমান দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, সম্প্রতি সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের স্থানীয় উপ-কমিটির সাধারণ সম্পাদকসহ তিনটি পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের জেলা পর্যায়ের এক প্রভাবশালী নেতার আশীর্বাদপ্রাপ্ত দুই প্রার্থী পরাজিত হন। নিজের পছন্দের প্রার্থী পরাজিত হওয়ায় নতুন বিজয়ী শ্রমিক নেতাদের শপথ অনুষ্ঠান নানা কারণে পিছিয়ে দেয়া হচ্ছে। এর জের ধরে স্থানীয় শ্রমিকদের মধ্যে উত্তেজনা রয়েছে।
স্থানীয় উপ-কমিটির সভাপতি বিলাল উদ্দিন জানান, সংগঠনের সদস্য বাবলু আহমদ (৩৪) এর কাছে গাড়ি ভর্তি নিয়ে অপর পক্ষের কয়েকজন টাকা-পয়সা দাবী করে। কিন্তু বাবলু টাকা দিতে অপরাগতা জানালে পরিকল্পিতভাবে তার উপর হামলা চালানো হয়।
এ ঘটনায় বাবলু আহমদ বাদী হয়ে বিয়ানীবাজার থানায় ফরহাদ (২৫), আব্দুল হক (৪০), আব্দুল হান্নান (৩৫), মানিক (৩৮), সোহেল (২৮) ও আতিক (৩৫) এর নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) অবণী শংকর কর জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। পুলিশ আইনানুযায়ী ব্যবস্থা নিবে।