সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
পানি সম্পাদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান শুক্রবার সুনামগঞ্জে আসছেন। মোঃ শাকিল আহমদ, নেজারত ডেপুটি কালেক্টর সুনামগঞ্জ স্বাক্ষরিত পত্রে তা জানা যায়। তবে দুই মন্ত্রীর একে অন্যের সাথে দেখা হবে না।
পানি সম্পাদ মন্ত্রণালয়ের মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু শুক্রবার সুনামগঞ্জ সার্কিট হাউসে উপস্থিত হবেন। সন্ধ্যা সাড়ে ছয়টায় মন্ত্রী সুনামগঞ্জ জেলার হাওর সহ পানি উন্নয়ন বোর্ডের অন্যান্য চলমান প্রকল্পের সর্বশেষ অবস্থা নিয়ে কর্মকর্তাদের সাথে আলোচনা সভায় মিলিত হবেন। সার্কিট হাউস রাত্রী যাপন শেষে মন্ত্রী শনিবার সকাল দশটায় স্পীড যোগে সুনামগঞ্জ জেলার পাগণার হাওরের মুচিবাড়ি ক্লোজার, গজারিয়া ক্লোজার, হালির হাওরের লক্ষ্মীপুর ক্লোজার, ধর্মপাশা উপজেরার ধানকুনিয়া হাওরের মোহিনী পুরের ঢাল, সুনামগঞ্জ উপজেলার জোয়ালভাংগা হাওরের নিয়ামতপুর বাঁধ, বিশ্বম্ভরপুর উপজেলার হালির হাওরের কোপা গাং পরিদর্শন করবেন। হাওর পরিদর্শন শেষে মন্ত্রী সার্কিট হাওরে মধ্যান্নভোজ করে সুনামগঞ্জ ত্যাগ করবেন।
অপর দিকে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান শুক্রবার দুইটায় জগন্নাথপুর উপজেলা হাসপাতালে হিমাগার উদ্বোধনী অনুষ্টানে যোগদান শেষে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামে নিজ বাড়ীতে রাত্রী যাপন করবেন। ২০ জানুয়ারি প্রতিমন্ত্রী জগন্নাথপুর উপজেলার আটপাড়া উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ঘোড়ারডুম্ভুর গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন শেষে ডুংরিয়া গ্রামে নিজ বাড়ীতে রাত্রী যাপন করবেন। ২১ জানুয়ারি সকালে মন্ত্রী জগন্নাথপুর উপজেলার পশ্চিম ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশে অংশ নেবেন। দুপুরে জগন্নাথপুর কালিবাড়ী মন্দিরের বার্ষিক কীর্তন অনুষ্ঠানের আলোচনা সভা শেষে সিলেটের উদ্দেশ্যে জগন্নাথপুর ত্যাগ করবেন।