ঈদের ছড়া

32

জিল্লুর রহমান পাটোয়ারী

ঈদের ছড়া নাড়ছে কড়া,
রাত পোহালেই ঈদ –
আয়ান তুবা নাচে দেখ,
গাইছে খুশির গীত।
নতুন জামার বায়না তাদের,
বাবা মায়ের কাছে –
ঈদের আনন্দ আয়ান তুবার,
আনন্দে মন নাচে।
নতুন জামা গায়ে দিয়ে,
ঘুরবে ঈদের দিন –
সেই খুশিতে আয়ান তুবা,
বাজায় খুশির বীণ।
ঈদের ছড়া নাড়ছে কড়া,
আয়ান তুবা হাসে –
খুশির জোয়ার ওদের মনে,
ঈদ আনন্দে ভাসে।