কাজিরবাজার ডেস্ক :
‘আদিবাসী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবি থেকে সরে যায়নি দেশের ৪৫টি সংখ্যালঘু জাতিসত্তা। সাংবিধানিক স্বীকৃতি নিয়ে বিপরীতমুখী অবস্থানে সরকার ও আদিবাসী নেতৃবৃন্দ। সংবিধানের ১৫তম সংশোধনীতে আদিবাসী জনগণকে ইতোমধ্যে ‘উপজাতি, নৃ-গোষ্ঠী, ক্ষুদ্র জাতিসত্তা বা সম্প্রদায়’ হিসেবে অভিহিত করেছে বর্তমান সরকার। সরকারী ঘোষণা প্রত্যাখ্যান করে সাংবিধানিক স্বীকৃতির দাবিতে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছেন আদিবাসী নেতৃবৃন্দ। আর রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালন করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে বাংলাদেশ আদিবাসী ফোরাম, বাংলাদেশ গারো ছাত্র সংগঠনসহ (বাগাছাস) বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতৃবৃন্দ। এমন অবস্থার মধ্য দিয়ে আজ শুক্রবার পালিত হচ্ছে বিশ্ব আদিবাসী দিবস।
এ বিষয়ে বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) জনকণ্ঠকে জানান, সংবিধানে আদিবাসীদের উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী ও সম্প্রদায় হিসেবে উল্লেখ করা হয়েছে। আদিবাসী জনগণ তা প্রত্যাখ্যান করেছে। আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। এদিকে, বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আজ শুক্রবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগছাস) এর উদ্যেগে অনুষ্ঠিত হবে সমাবেশ, র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করবেন বাগাছাসের সভাপতি লিংকন দিব্রা।