মোল­ারগাঁও ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি

9

মোল­ারগাঁও ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতার লক্ষ্যে ইউনিয়ন প্রাঙ্গণ থেকে বুধবার বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।
র‌্যালিটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন প্রাঙ্গণে এসে সমাবেশে মিলিত হয়।
সামবেশে ইউনিয়ন পরিষদ সচিব আব্দুছ ছালামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য মোল­ারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যার শেখ মো. মকন মিয়া চেয়ারম্যান বলেন যার যার এলাকায় পরিচ্ছন্ন, বাড়ির আঙিনায় পরিষ্কার রাখতে হবে। তবেই ডেঙ্গু মশার বিস্তার রোধ সম্ভব। তাছাড়া ডেঙ্গু মশা মানুষের জীবন নাশ করছে। এ জন্য সরকারের পাশাপাশি জনগণকে সচেতন হতে হবে। সে লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় আরো বক্তব্য রাখেন ইউপি সদস্য জবরুল ইসলাম জগলু, সাবেক ইউনিয়ন পরিষদ সচিব আব্দুল করিম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক স্বরাজ চন্দ্র দে, উপ সহকারী কৃষি কর্মকর্তা বিপ্রেশ তালুকদার, পার্থ সারথী মালাকার, ইউপি সদস্য মালেকা বেগম, গীতা রানী দে, মো. সেবুল আহমদ, সৈয়দুর রহমান, আজিজুর রহমান মঞ্জুর, আরিফ হাসান, মতিউর রহমান খান প্রমুখ। বিজ্ঞপ্তি