নেছার আহমদ নেছার
মন বলছে-
প্রশান্ত মহাসাগর পেরিয়ে আবার
অশান্ত মন জুড়াতে তুমি আসবে।
মন বলছে-
তুমি আসবে মহাশূন্যে উড়ে উড়ে
অসীমের সন্ধানে আসক্ত হৃদয়ে
ব্যকুল বাসনায় সংগোপনে জড়াতে আমায়
তুমি আসবে-মন বলছে-
উচ্ছ্বাস হাহাকারে অসমাপ্ত তৃষ্ণা নিয়ে
তুমি আসবে আমার মনের প্রশান্তিতে স্নাত
সুশীতল শত স্বপ্নের অনুভব স্পর্শতায়-
ভালোবাসার এক ভূবন স্বপ্ন স্নাত ঝরণা ধারায়-
নদী ও সাগরের মিলন আবেশ নিয়ে-
তুমি আসবে — মন বলছে।