হঠাৎ ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস অভিযানে পুলিশ

58
নগরীর বিভিন্ন এলাকায় অবৈধ মোটরযান পার্কিং, ফুটপাত দখল, সরকারি-বেসরকারি ও বিশ্ববিদ্যালয় সহ সকল প্রকার যানবাহন চালকের ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস অভিযানে নামে পুুলিশ।
নগরীর বিভিন্ন এলাকায় অবৈধ মোটরযান পার্কিং, ফুটপাত দখল, সরকারি-বেসরকারি ও বিশ্ববিদ্যালয় সহ সকল প্রকার যানবাহন চালকের ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস অভিযানে নামে পুুলিশ।

স্টাফ রিপোর্টার :
নগরীর বিভিন্ন এলাকায় অবৈধ মোটরযান পার্কিং, ফুটপাত দখল, সরকারি-বেসরকারি ও বিশ্ববিদ্যালয় সহ সকল প্রকার যানবাহন চালকের ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস অভিযানে হঠাৎ করেই মাঠে নামে পুলিশ। গতকাল বৃহস্পতিবার এসএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদের নেতৃত্বে নগরীতে এ অভিযান পরিচালনা করা হয়।
নগরীর জিন্দাবাজার, বন্দনরবাজার, কোর্ট পয়েন্ট, চৌহাট্রা এলাকায় পুলিশের এমন অভিযানে নগরবাসীর অনেকেই স্বস্তির নি:শ্বাস ফেলেছেন।
জিন্দাবাজার কাজী ইলিয়াস এলাকার বাসিন্দা জাহাঙ্গীর বলেন, পুলিশ যদি নিয়মিত এই কাজগুলো করত তবে রাস্তায় চলাফেরার অনেক কষ্ট কমে যেত।
মাহনগর ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, এই ধরনের অভিযানকে আমরা সব সময়ই সাধুবাদ জানাই। নগরবাসীও চায় পুলিশ তার সক্রিয় ভূমিকা পালন করুক।