নিজাম নূর জামালগঞ্জ থেকে :
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় প্রান্তিক কৃষকের কাছ থেকে সরকারি খাদ্য গুদামে বোরো ধান সংগ্রহের দ্বিতীয় দফা লটারি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে লটারি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ধান-চাল সংগ্রহ মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আজিজল হক, উপজেলা খাদ্য পরিদর্শক শামসুল হুদা ফয়সাল, জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত চৌধুরী, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, উপজেলা আওয়ামী লিগের সভাপতি মোহাম্মদ আলি, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান মো. রজব আলি, সাচনা বাজার ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আতাউর রহমানসহ গণমাধ্যমকর্মী, কৃষক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
উপজেলার ৬টি ইউনিয়নের ৫৪টি ওয়ার্ডের প্রকৃত কৃষকদের কাছ থেকে তালিকা সংগ্রহ করে যাচাই বাছাই শেষে লটারির মাধ্যমে মোট ১১শ’৯২ জন কৃষকের নাম বাছাই শেষ করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল বলেন, ‘ওয়ার্ডভিত্তিক লটারি করা হয়েছে। পরে উপজেলা প্রশাসনের নোটিশ বোর্ডে ও স্ব-স্ব ইউনিয়ন পরিষদের নামের তালিকা প্রকাশ করা হবে। আগামী ৩১ আগষ্ট পর্যন্ত ধান দেওয়ার সময় নির্ধারণ থাকলেও ১৫ আগষ্টের মধ্যে সংগ্রহের কাজ শেষ করার চেষ্টা করব।