সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জে পিতা হত্যার দায়ে আব্দুর রশীদ নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে দুই মাসের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে শুনানি শেষে এই দন্ডাদেশ দেন অতিরিক্ত জেলা দায়রা জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
মামলা সূত্রে জানা যায়, ছাতক উপজেলার মঈনপুর গ্রামের সহিদ মিয়ার ছেলে আব্দুর রশীদ মাদকাশক্ত ও বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত ছিলেন। ২০০৯ সালের ২৩ মে সহিদ মিয়া ছোট ছেলে রিপন মিয়ার খৎনার জন্যে বাজার থেকে কয়েকটি মুরগ কিনে নিয়ে আসেন। মাদকাসক্ত ছেলে রশীদ বসতঘর থেকে ১টি মুরগ চুরি করে বাজারে বিক্রি করে দেয়। এই ঘটনায় ঐদিন সন্ধ্যায় পিতা সহিদ মিয়া বখাটে ছেলে রশীদকে জিজ্ঞাসাবাদ করলে সে বাকবিতন্ডায় জরিয়ে পড়ে। এক পর্যায়ে উত্তেজিত হয়ে হাতে থাকা লাটি দিয়ে পিতা সহিদ মিয়ার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে স্বজোরে আঘাত করলে গুরুতর আহত হয়। পরিবার ও স্থানীয়দের সহযোগিতায় সহিদ মিয়া সিলেট ওসমানি মেডিকেল এ ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাতে সহিদ মিয়ার মৃত্যু হয়। এই ঘটনায় হত্যার দুইদিন পর ২৫ মে ছেলে আব্দুর রশীদকে আসামি করে ছাতক থানায় মামলা দায়ের করেন মা মোছা. নুরুন নেছা। সাক্ষ্য গ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে আব্দুর রশীদ দোষি সাব্যস্থ করে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন বিচারক।