মোঃ হাসু কবির
বানের পানি তেড়ে এসে
ডোবায় সাধের বাড়ি
বানভাসিদের ভাঙে পাঁজর
করে আহাজারি।
বানের জলে ওঠে যখন
সর্বনাশা ঢেউ
বানভাসির বুক কাঁপে থরথর
বোঝে নাতো কেউ।
বানভাসিরা ভাসে জলে
মৃত্যু যেন সাথী
ভিটে মাটি অন্নহীনে
কাটায় দিবস রাতি ।
ক্ষেতের ফসল ডুবে যায়রে
বানের করাল গ্রাসে
বানভাসিরা নিঃস্ব হয়ে
চোখের জলে ভাসে।
দিগ্বিদিকে ছোটে তারা
একটু বাঁচার তরে
দিবানিশি প্রভুর নামটি
ডাকে প্রাণটা ভরে।
প্রভু তুমি রহম করো
কমাও বানের পানি
তোমার দয়া মায়া বিনে
বাঁচবে না কেউ জানি।