রবীন্দ্রনাথ শতবর্ষ স্মরণোৎসব উদযাপন উপলক্ষে গত ১ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ ‘সিংহ বাড়ী’তে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
অবসর প্রাপ্ত সরকারি কর্মকর্তা সঞ্জয় সিংহ মজুমদারের সভাপতিত্বে এবং সাংস্কৃতিক সংগঠক সুমন্ত গুপ্ত ও সুকান্ত গুপ্তের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবী জ্যোর্তিময় সিংহ মজুমদার চন্দন। সভায় বক্তারা বলেন, রবীন্দ্র স্মৃতি বিজড়িত এই সিংহ বাড়ীকে কেন্দ্র করে শতবর্ষ পরে যে আয়োজন হতে চলেছে তা থেকে নতুন প্রজন্ম উদ্দীপ্ত হবে এবং বেশি করে রবীন্দ্র সাহিত্য সংস্কৃতি পাঠন-পাঠনে মনোযোগী হবে। তবেই শতবর্ষ পরে এই স্মৃতিচারণমূলক উৎসব সফল ও সার্থক হবে।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এডভোকেট সুজয় সিংহ মজুমদার, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা অনাথ বন্ধু এষ, ডাঃ সুধাময় সিংহ মজুমদার, মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দেব, সেবাব্রতী নমিতা দেব, কৃষ্ণা কনিকা তালুকদার, মুক্তিযোদ্ধা নিবারন দাশ, বিমল পাল, ব্যাংক কর্মকর্তা কবি সুমন বনিক, শিক্ষয়িত্রী শাশ^তী পাল সোমা, সংগঠক বিনয় ভূষণ তালুকদার, ব্যাংক কর্মকর্তা জ্যোতি মোহন বিশ^াস, সাংস্কৃতিক কর্মী সজল কান্তি দাস, ব্যাংক কর্মকর্তা রীনা রাণী তালুকদার, অধ্যাপক পংকজ কান্তি দত্ত, সাংস্কৃতিক কর্মী জাকির হোসেন, ব্যাংক কর্মকর্তা আব্দুল হাদী, শিক্ষক ভানু চন্দ্র পাল, সাংস্কৃতিক কর্মী অমিত ত্রিবেদী, শিক্ষয়িত্রী পরাগ রেণু দেব তমা, এডভোকেট এস.কে পাল, যুব সংগঠক চন্দ্র শেখর দে চপল, সাংস্কৃতিক কর্মী শিক্ষক হিমাংশু রায় হিমেল, এনজিও কর্মকর্তা মৃণাল কান্তি চৌধুরী মঞ্জু, অর্জুন কুমার চক্রবর্তী, ব্যাংক কর্মকর্তা অরুণ কুমার বিশ^াস, সাংস্কৃতিক কর্মী সুমন দে, ধামাইল শিল্পী তনুশ্রী ধর, ফার্মাসিস্ট সঞ্জয় চক্রবর্তী, যন্ত্রশিল্পী সুদীপ্ত চক্রবর্তী লিটু প্রমুখ। বিজ্ঞপ্তি