বিশ্বনাথের দেওকলস ইউনিয়নের সংরক্ষিত পদে আজ ভোট

14

বিশ্বনাথ থেকে সংবাদদাতা :
আজ বৃহস্পতিবার বিশ্বনাথে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩টি কেন্দ্রের ১২টি বুথে ভোট গ্রহন চলবে। দু’বছর আগে শারমিন চৌধুরী তানিয়া নামের এক ইউপি সদস্য নিজ পদ থেকে অব্যাহতি নেন। ফলে ৭নং দেওকলস ইউনিয়নের ১নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যের ওই পদটি শুন্য হয়। নির্বাচনে অংশ নিতে গত ২৪জুন চার নারী প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। গত ৩জুলাই প্রার্থীতা পত্যাহারের শেষ দিনেও তাদের কেউ প্রার্থীতা প্রত্যাহার করেন নি। ফলে ৪হাজার ১৪০জন ভোটারের বিপরীতে ভোটের মাঠে লড়াইয়ে থাকা প্রতিদ্বন্দ্বী ওই ৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রার্থীরা হলেন, ময়না রানী দাস (সূর্যমুখী ফুল), আলেয়া বেগম (তাল গাছ), জেসমিন বেগম (কলম) ও সাকেরা বেগম (বই)। এরআগে ভোটের মাঠে লড়াইয়ে থাকা ওই চার নারী নিজেদের বিজয় নিশ্চিত করতে দিন-রাত বাড়ি বাড়ি ভোট চেয়েছেন। সর্বশেষ গত মঙ্গলবার রাত ১২টার দিকে প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষ হয়েছে।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারোওয়ার বলন, শান্তিপূর্ণভাবে নির্বাচন সফলের লক্ষ্যে সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে।