কোম্পানীগঞ্জের ৫ ইউনিয়নে জয়ী হলেন যারা

17

লবীব আহমদ, কোম্পানীগঞ্জ থেকে :
দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোম্পানীগঞ্জ উপজেলায় ৫টি ইউনিয়নে ভোট গ্রহণ শেষ হয়েছে। প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উপজেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে স্থানীয় এই নির্বাচন।
গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে এই ভোট গ্রহণ। পুলিশ, র‌্যাব, বিজিবি’র সাথে সার্বক্ষণিক মাঠে ছিলেন ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। উপজেলার ৫টি ইউনিয়নে সরেজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেয়ার জন্য অপেক্ষা করছেন ভোটাররা। স্বাধীন ভাবে ভোট দিতে পেরে খুশি তারা।
এদিকে ভোট শেষে কয়েকটি সেন্টারে পরাজিত প্রার্থীদের সাথে ভোট গণনা নিয়ে প্রিসাইডিং অফিসারের সাথে ঝামেলা হয়। ইসলামপুর পূর্ব ইউনিয়নের ভাটরাই উচ্চ বিদ্যালয়ে সেন্টারে পরাজিত মেম্বার প্রার্থী প্রিসাইডিং অফিসার খাইরুল ইসলামকে আটকে রাখেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী গিয়ে পুলিশ ও র‌্যাবের সহায়তায় তাকে উদ্ধার করেন।
বেসরকারীভবে শেষ খবর পাওয়া পর্যন্ত ৫টি ইউনিয়নের মধ্যে ২টিতে নৌকা ও ২টিতে স্বতন্ত্র প্রার্থীর বিজয় হয়েছেন। তাদের মধ্যে ইসলামপুর পূর্ব ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসেন আলম, তেলিখাল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল অদুদ আলফু, ইছাকলস ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদুর রহমান, উত্তর রণিখাই ইউনিয়নে নৌকা প্রতীকে মোঃ ফয়জুর রহমান ও দক্ষিণ রণিখাই ইউনিয়নে নৌকা প্রতীকে ইকবাল হোসেন ইমাদ বিজয়ী হয়েছেন।