গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
গোয়াইনঘাটে জেলা প্রশাসককের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের হাওরাঞ্চলের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এ সময় জেলা প্রশাসক বন্যায় ক্ষতিগ্রস্ত উদ্দেশ্যে বলেন, সরকার প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী নিয়ে আপনাদের পাশে রয়েছেন। আপনাদের ধৈর্যের সাথে সৃষ্ট বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার হচ্ছে কোন মানুষ এক বেলা না খেয়ে মরবে না। সে লক্ষ্যেই আমরা আপনাদের পাশে রয়েছি।
এ সময় গোয়াইনঘাট উপজেলায় ৫১.৫০ টন জিআর চাল ও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিশেষ ত্রাণ সহায়তা ৪০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল, সহকারী কমিশনার ভূমি নাজরাতুন নাঈম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রেহেনা আক্তার, শাম্পা লাবিবা অর্নব, নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার, সালুটিকর পুলিশ তদন্ত ফাঁড়ির ইনচার্জ মো. বাছেদ মিয়া, ইউনিয়ন সহকারী তহশিলদার মো: বুরহান উদ্দিন, ইউপি সদস্য আফতাব আলী প্রমুখ।