আনোয়ার আল ফারুক
মেঘের ভেলায় ভাসছে ওই’যে
বৃষ্টি মায়ের কন্যা,
জমির বুকে নামছে তাইতো
শ্রাবণ মেঘের বন্যা।
বন্যার জলে ডুবছে সবই
ডুবছে বাড়িঘর
চারিদিকে বইছে যেনো
কেমন জানি ডর!
গোয়াল ঘরে গরু ছাগল
মাচায় মানব বাস,
বানের জলে আনলো ডেকে
এই’যে সর্বনাশ।
সর্বনাশা বন্যার জলে
ভাসছে আমার দেশ,
শ্রাবণ মেঘের এই’যে কেমন
নিদারুণ এক পেশ!