মন্দে মজে

12

মিজানুর রহমান মিজান

বিবেক যেদিন করবে দ্বন্ধ
হারাবে সেদিন সকল ছন্দ
মানুষ ভাব এ ভবের জীবনে।।
অন্যায় অবিচার অসুন্দর
জান তা মন্দ নিরন্তর
অল্প লোভে নীতি দাও বিসর্জনে।।
বিবেক নামে আরেক মানুষ তোর ভিতর
সজাগ রাখলে সফল জীবন হৃষ্টপুষ্ট অন্তর
উদ্যত সাপের ফনা নামবে থাকলে সাবধানে।।
মানুষ নামে থেকে কর পশুর আচরণ
ইবাদত বন্দেগী সকল বিসর্জিত কর্ম সাধন
পরিক্ষা পাশের আশা রাখ কোন কারনে।।
বিবেক জাগাও ধ্যান-ধারণায় দাও পরিক্ষা
একজামিনার ফেল রাখবে কেমনে যদি নাও দীক্ষা
রং রুপের স্বপ্ন ঘুরিয়ে তাকাও মাটির পানে।।
সুশিক্ষায় সুফল এ জগতের সকল কাজে
জেনে শুনে ভাব-ধ্যানে তারপর ও মন্দে মজে
বিনা চাষে ফসল ফলে শুনছ কোন জমিনে।।