কে.এম.লিমন গোয়াইনঘাট থেকে :
পর্যটন কেন্দ্র জাফলংয়ে আগত পর্যটকদের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে মেয়াদহীন ও নকল পণ্য মুক্ত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার দুপুরে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিশ্বজিত কুমার পাল’র নেতৃত্বে জাফলং ভিউ সংলগ্ন এলাকা থেকে মেয়াদহীন ও নকল পণ্য রাখার অপরাধে ৮ টি দোকানে অভিযান চালিয়ে ১০হাজার ৫শত টাকা জরিমানা এবং প্রায় অর্ধ লক্ষাধিক টাকার মালামাল ধ্বংস করা হয়। এ সময় জাফলং ট্যুরিষ্ট পুলিশের এস আই জসিম উদ্দিনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিশ্বজিত কুমার পাল বলেন, জাফলংয়ে আগত পর্যটকরা যাতে কোন রকম মেয়াদ উত্তীর্ণ ও নকল পণ্য ক্রয় করে প্রতারিত না হয় সে দিক বিবেচনা করে আজকের এই অভিযান পরিচালনা করা হয়েছে। নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে।