করোনা সচেতনতায় মাস্ক বিতরণ

8

‘অসুস্থতার আগে সুস্থতার সুরক্ষা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্লাড সোলজার সোসাইটির উদ্যোগে করোনা ভাইরাস সচেতনতার লক্ষ্যে অসহায় ও রিকশাচালকদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মাস্ক বিতরণ করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামূল কবীর ও সিসিক’র সাবেক প্যানেল মেয়র, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী।
অনুষ্ঠানে প্রায় ৫’শতাধিক পথশিশু, রিক্সাচালক ও অসহায় মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।
ব্লাড সোলজার সোসাইটি সভাপতি নূরুল আলম সাকিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসাইন আহমদ তুহিনের পরিচালনায় করোনা সচেতনতায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্লাড সোলজার সোসাইটির সদস্য আলীনূর আলম। এছাড়াও অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ব্লাড সোলজার সোসাইটির প্রতিষ্ঠাতা তানিম মুন্না, পরামর্শক ফারহান হোসাইন, বাপ্পি, সোহাগ আহমদ, সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সাংস্কৃতিক বিভাগের প্রধান সাদিকুর রহমান, অর্থ সম্পাদক সৌরভী মনি, মহিলা বিষয়ক সম্পাদিকা শাহারা তুলি, প্রচার সম্পাদক হোসাইন আহমদ রাফা, সহ-প্রচার সম্পাদক এন এ হাসান, সহ-সাংস্কৃতিক সম্পাদক রুম্মান ফেরদৌস, কোষাধ্যক্ষ আব্দুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক আমিন হোসেন, ক্রীড়া বিভাগের প্রধান জালাল আহমদ, সহ মহিলা বিষয়ক সম্পাদিকা জান্নাতুল ফেরদৌস, সহ কোষাধ্যক্ষ হৃদয় প্রমুখ। বিজ্ঞপ্তি