এসএমপি’র কোর্ট মালখানায় রক্ষিত আলামত পুড়িয়ে ধ্বংস

21

স্টাফ রিপোর্টার :
সিলেট আদালতের নির্দেশে এসএমপি’র কোর্ট মালখানায় রক্ষিত দীর্ঘ মুলতবী মামলায় জব্দকৃত বিভিন্ন ধরণের মাদকদ্রব্য পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে- প্রায় ১৪ কেজি গাঁজা, ৭১ বোতল ফেনসিডিল, ইয়াবা ১৪৮৭ পিস ও ভারতীয় মদ ১৮ বোতল। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে জেলা প্রশাসন কার্যালয়ের সম্মুখে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক জিয়াদুর রহমানের উপস্থিতিতে এসব আলামত ভেঙে ও পুড়িয়ে ধ্বংস করা হয়। মহানগর পুলিশের এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ধ্বংসকৃত আলামতের বিপরীতে মামলা দীর্ঘ মূলতবী রয়েছে। জব্দকৃত আলামতের নমুনা সংরক্ষণ করে বাকি আলামত ধ্বংসের আদেশ পাওয়ার পর তা কার্যকর করা হয়।
মাদকদ্রব্য ধ্বংসকালে কোর্ট পুলিশ পরিদর্শকসহ আদালত মালখানায় কর্মরত কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।