তাহিরপুর থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের তাহিরপুরে বিদেশি মদসহ দুই যুবককে আটক করেছে র্যাব। র্যাবের দাবি আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী।
শনিবার ভোর ৫টায় র্যাব-৯ এর সুনামগঞ্জ ক্যাম্পের লে. কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে উপজেলার লাউড়েরগড় আদর্শ উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে মজনু মিয়ার বাড়ির সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- তাহিরপুর উপজেলার লাউড়ের গড়ের মারফত আলীর ছেলে অলি উছতার ও একই উপজেলার সাইদাবাজ গ্রামের আবুল খায়েরের ছেলে জাকির হোসেন।
তাদের কাছ থেকে ৪৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।
আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ওই র্যাব কর্মকর্তা।