সিলেটের ঐতিহ্য সংরক্ষণে ঐক্যবদ্ধ নাগরিক সমাজের সভা ॥ কেবল ভবন নির্মাণের মাধ্যমে স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে না’

18

‘প্রয়োজনীয় চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জামাদী অপ্রতুল রেখে কেবল ভবন নির্মাণের মাধ্যমে স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে না’- সিলেটের সরকারী বিভিন্ন হাসপাতালের দূরাবস্থা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ ও নিজেদের অভিজ্ঞতার আলোকে সিলেটের স্বাস্থ্যসেবার নানা অনিয়মের বিষয়ে আলোচনাকালে এ কথা বলেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাঁরা বলেন, একের পর এক ভবন নির্মাণ ও কোটি কোটি টাকার অপ্রয়োজনীয় সরঞ্জামাদী ক্রয় বাদ দিয়ে হাসপাতালগুলোতে সেবার মান বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। সিলেটের শতবর্ষী ভবন আবুসিনা ছাত্রাবাস ভেঙ্গে হাসপাতাল নির্মাণ না করে যানজট ও শব্দদূষণমুক্ত স্থানে ২৫০ শয্যার জেলা হাসপাতাল নির্মাণের দাবি পুনর্ব্যক্ত করেছেন ‘সিলেটের ঐতিহ্য সংরক্ষণে ঐক্যবদ্ধ নাগরিক সমাজ’। গত বৃহস্পতিবার রাতে নগরীর দরগা গেইটস্থ মুসলিম সাহিত্য সংসদের চতুর্থ তালায় অবস্থিত ভাষা শহীদ মতিন উদ্দিন চৌধুরী যাদুঘরে আয়োজিত মতবিনিময় সভায় এই দাবি পুনর্ব্যক্ত করা হয়। বক্তারা ঐতিহ্যবাহী শতবর্ষী আবু সিনা ছাত্রাবাস ভবন রক্ষায় নাগরিক সমাজের চার মাস ধরে চলা আন্দোলন অভিষ্ট লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অব্যাহত রাখার অঙ্গীকার করেন। একিই সাথে সভায় আগামী দিনের বিভিন্ন কর্মসূচী প্রণয়ন করা হয়।
‘সিলেটের ঐতিহ্য সংরক্ষণে ঐক্যবদ্ধ নাগরিক সমাজ’-এর আহ্বায়ক ও গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি সভাপতি ব্যারিষ্টার আরশ আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব বাংলাদেশ জাসদ-এর কেন্দ্রিয় যুগ্ম সম্পাদক এডভোকেট জাকির আহমদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জাসদ সিলেট জেলার সভাপতি লোকমান আহমদ, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, ভাষা শহীদ মতিন উদ্দিন চৌধুরী যাদুঘরের প্রতিষ্ঠাতা ও প্রতœতত্ত্ব সংগ্রাহক ডাঃ মোস্তাফা শাহজামান চৌধুরী বাহার, সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিষ্টার চৌধুরী মুর্শেদ কামাল টিপু, সাম্যবাদী দলের সভাপতি কমরেড ধীরেন সিংহ, গণতন্ত্রী পার্টির সিলেট জেলা সভাপতি আরিফ মিয়া, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য ও সিলেট জেলার সাধারণ সম্পাদক কমরেড সিকন্দর আলী, ন্যাপ জেলা শাখার সাধারণ সম্পাদক এম.এ.মতিন, কমিউনিষ্ট পার্টির সাধারণ আনোয়ার হোসেন, বাসদ (মাকসবাদী) সমন্বয়ক কমরেড উজ্জ্বল রায়, বাসদ-এর সমন্বয়ক কমরেড আবু জাফর, নাগরিক মৈত্রী সিলেটের আহ্ববায়ক সমর বিজয় সি শেখর, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট-এর সাবেক সাধারণ সম্পাদক শামসুল বাসিত শেরো, জেলা জাসদ’র সাধারণ সম্পাদক কে.এ. কিবরিয়া চৌধুরী, বাংলাদেশ জাসদের সিলেট মহানগর শাখার সহ-সভাপতি ফেরদৌস আরবি, বাসদ নেতা প্রণব জ্যোতি পাল, লেখক গবেষক সৈয়দ মবনু, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম কিম প্রমুখ। বিজ্ঞপ্তি