কাজিরবাজার ডেস্ক :
যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। মৃত্যুর মিছিল যেন শেষই হচ্ছে না। প্রতিদিনই যেন নতুন মৃত্যুর রেকর্ড নিয়ে হাজির হচ্ছে দেশটি।
জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে প্রায় ৪ হাজার ৫০০ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আর আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৫ হাজার। দেশটিতে এক দিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
কোভিড ট্র্যাকিং প্রজেক্ট অনুযায়ী, বর্তমানে প্রায় ১ লাখ ৩১ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
বিশ্বের বিভিন্ন দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৯ কোটি ২০ লাখ ১২ হাজার ৫১৯ জন। এর মধ্যে মারা গেছে ১৯ লাখ ৭০ হাজার ৯৫ জন।
যুক্তরাষ্ট্রে এই মৃত্যুর সঙ্গে সঙ্গে চলছে দেশের রাজনৈতিক অস্থিরতা। ক্যাপিটল হিলে হামলার সময় বহু মানুষ সেখানে একত্র হন। এতে আগে থেকেই করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছিল।
গত কয়েক দিনে বেশ কয়েকজন আইনপ্রণেতার স্বাস্থ্য পরীক্ষা করার পর ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তারা হলেন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের ডেমোক্র্যাট সদস্য বোনি ওয়াটসন কোলেম্যান, প্রমিলা জয়পাল ও ব্র্যাড শেইডার।
গত ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে দেশটিতে। তবু এই সংক্রমণ কোনোভাবেই কমছে না।