স্টাফ রিপোর্টার :
মৌলভীবাজার ও হবিগঞ্জে করোনা ভাইরাসে স্বাস্থ্যবিধি না মানায় ৯ ব্যক্তিকে ১৫ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে র্যাব-৯’র ভ্রাম্যমান আদালত। বুধবার (৭ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদেরকে এই জরিমানা করা হয়।
র্যাব জানায়, বুধবার দুপুর ১২ টা হতে বিকেল ৫টা পর্যন্ত র্যাব-৯, সিপিসি-১, (হবিগঞ্জ ক্যাম্প) ও র্যব-৯ সিপিসি-২(শ্রীমঙ্গল ক্যাম্প) এর পৃথক আভিযানিক দল অতিঃ পুলিশ সুপার বসু দত্ত চাকমা ও এএসপি এ, কে, এম কামরুজ্জামান এবং এবং মোঃ আরিফুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, মোঃ রফিকুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও রুহুল আমিন, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয় মৌলভীবাজার ও রাজীব দাশ পুরকায়স্থ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, হবিগঞ্জ এর নেতৃত্বেহবিগঞ্জ ও মৌলভীবাজার সদর থানাধীন এলাকায়মোবাইল কোর্ট পরিচালনা করে সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫(২) ধারা অমান্য করায় ০৯ জন ব্যক্তিকে ১৫ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়। জরিমানাকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে র্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানিয়েছেন।