আহমেদ কবির
যেই বাপজানে করল বড়
আমায় কোলে-পিঠে,
কষ্ট পেলেও ওহ না করে
বলত বুলি মিঠে।
হাটে গেলে হেঁটে যেতো
গাড়িতে না চড়ে,
লাগবে পয়সা ছোট খোকার
ইশকুলে সে পড়ে।
মাথে বোঝা হাঁটত তবুও
সাথে মজার ফল,
খাবে আমার ছোট খোকা
দেহে লাগে বল।
সব পরীক্ষায় ভালো ফলে
এগিয়ে রই যবে,
বাবার মত খুশি সেদিন
কেউ হতো না ভবে!
সাধ করে যে আঙুর-কলা
দিত মুখে তুলে,
সেই বাবাকে কেমন করে
যাব আমি ভুলে।
বাবা আজই অচিন দেশে
আমায় একা রাখি,
বাবার কথা মনে করে
ঝরে দুটি আঁখি।