রুহুল আমিন রাকিব
বাঁকা চাঁদে আকাশ হাসে
হাসে খোকার মুখ
ঈদের বাঁশি বাজল ধরায়
ভুলতে সবার দুখ।
ঈদের দিনে মাঠে মাঠে
এই করিবো দোআ
আলাহ তুমি শান্তি দিও,
দিও সুখের ছোঁয়া!
পাপী বান্দা করছি ধান্দা
জন্মে মানব কুলে
ফাঁকি দিয়ে তোমার কাজে
জীবন গড়ছি ভুলে।
জানি না তো কার নসিবে
আসবে আবার এদিন
এই অছিলায় ক্ষমা করো
ওগো আলাহ সেদিন।
ঈদের খুশি সবার প্রাণে
সাম্যের গানে গানে
মাঠে গিয়ে নামাজ পড়ব
আলাহ তালার সনে।