ফেরদৌসী খানম রীনা
চাঁদ উঠেছে চাঁদ উঠেছে
ঐ নীল গগণে,
খোকা -খুকুর আনন্দ তাই
মনের গহীনে।
ত্রিশ দিনের রোজার শেষে
ঈদ এলো তাই,
বৃদ্ধ, যুবক সবার আজ
খুশির সীমা নাই।
চারিদিকে বইছে খুশির
হিমেল বাতাস,
ঈদ আনন্দে পাখির গানে
মুখরিত আকাশ।
ধনী-গরীব একসাথে
ভেদাভেদ ভুলে,
নামাজ পড়ে খোদার কাছে
ক্ষমা চাই দু’হাত তুলে।
ঈদের দিনে হাসবে সবে
রবে খুব খুশি,
এ দিনে সবার মনে আনন্দ
যেন একটু বেশি।