বৃহত্তর জৈন্তিয়া এলাকা অর্থাৎ বর্তমান জৈন্তাপুর কানাইঘাট গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রাকৃতিক ও খনজ সম্পদ সরবরাহে বরাবর এগিয়ে থাকলেও অত্যন্ত দু:খজনক ভাবে এই এলাকা সমউন্নয়ন থেকে বঞ্চিত।
গতকাল শুক্রবার সিলেট নগরীর একটি হোটেলে জৈন্তিয়া কেন্দ্রীয় সাংবাদিক পরিষদ আয়োজিত ইফতার মাহফিল পূর্ববর্তী আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
সংগঠনের আহ্বায়ক মঈনুল হক বুলবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব মুজিবুর রহমান ডালিমের পরিচালনায় সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের সভাপতি এ.টি.এম. বদরুল ইসলাম, সাধারণ সম্পাদক এড. মো. জামাল উদ্দিন, সহ-সভাপতি এম. এ. হান্নান, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন, জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক ফয়েজ আহমদ বাবর, গিয়াস উদ্দিন, সালাউদ্দিন বেলাল, যুব বিষয়ক সম্পাদক কামরুজ্জামান চৌধুরী, দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, যুবপরিষদের আহ্বায়ক হুমায়ুন কবির।
স্বাগত বক্তব্য রাখেন জৈন্তিয়া কেন্দ্রীয় সাংবাদিক পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক আহমদ।
এতে আরো বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য আলী আকবর চৌধুরী কোহিনুর, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি শাহজাহান সেলিম বুলবুল, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম. এ. মতিন, জৈন্তাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য শুয়াইবুল ইসলাম, এশিয়ান এইজ পত্রিকাল সিলেট প্রতিনিধি আব্দুল হালিম সাগর, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক আবিদুর রহমান।
ইফতার পরবর্তী ২য় সেশনে জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের সভাপতি এ.টি.এম বদরুল আলমের পরিচালনায় আলোচনায় সভায় জৈন্তিয়া কেন্দ্রীয় সাংবাদিক পরিষদের আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়। অত্র ইফতার মাহফিল ও আলোচনায় সভায় বৃহত্তর জৈন্তিয়া এলাকায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জোর দাবী জানানো হয়। বিজ্ঞপ্তি