স্টাফ রিপোর্টার :
নগরীর পশ্চিম কাজিরবাজার এলাকায় জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে ১৫ জুয়াড়ীতে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার মধ্যরাত পৌনে ২ টার দিকে কোতোয়ালি থানা পুলিশ এ অভিযান চালিয়ে জুয়া খেলার সময় তাদেরকে আটক করে। গতকাল শুক্রবার আটককৃতদেরকে আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জেদান আল মুসা।
আটককৃত জুয়াড়ীরা হচ্ছে- মৌলভীবাজার জেলা সদরের সোনাপুর গ্রামের মৃত আফজল মিয়ার পুত্র মাসুক মিয়া (৪০), হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেওপাড়া গ্রামের তনজু মিয়ার পুত্র শফিক মিয়া (৩৬), নরসিংদীর মনোহরদী উপজেলার কারবান গ্রামের আলফাজ উদ্দিনের পুত্র হারুন মিয়া (৩৩), হবিগঞ্জ জেলা সদরের বড়বাহুলা গ্রামের মৃত ইদ্রিস মিয়ার পুত্র আইয়ূব আলী (৪৭), মৌলভীবাজার জেলা সদরের হিলালপুর গ্রামের মৃত বাদশা মিয়ার পুত্র মনাই মিয়া (৫০), একই গ্রামের মৃত আজম উল্লাহর পুত্র মো. মকদ্দছ (৪৫), বালাগঞ্জ উপজেলার পৈলেনপুর গ্রামের মৃত বাছিত মিয়ার পুত্র মারুফ মিয়া (৩২), একই গ্রামের মনসুন্দরের পুত্র ইদ্রিস মিয়া (১৮), জালালাবাদ থানার টুকেরগাঁও’র মৃত আবদুল খালিকের পুত্র আলী হোসেন (৪৫), হবিগঞ্জের মাধবপুর উপজেলার সন্তোষপুরের মৃত সিকন্দর আলীর পুত্র নিম্বর আলী (৬০), মৌলভীবাজার জেলা সদরের বাদেফতেহপুরের মৃত সিদ্দেক আলীর পুত্র আবদুল মালিক (৫২), মৌলভীবাজারের রাজনগর উপজেলার কান্দিগ্রামের মৃত পরেশ দেবের পুত্র প্রফুল্ল দেব (৫০), একই উপজেলার কেওলা গ্রামের মৃত নূর মিয়ার পুত্র ছবিল মিয়া (৪৫), হবিগঞ্জ জেলা সদরের রাজনগর গ্রামের মৃত আবদুল মনাফের পুত্র কবির মিয়া (৫২) ও মৌলভীবাজার জেলা সদরের মাশকান্দি গ্রামের আরশ মিয়ার পুত্র শিব্বির মিয়া (২০)।
গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা বলেন, মধ্যরাতে কাজিরবাজারে জুয়ার বোর্ডে অভিযান করে ১৫ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ সময় আরো প্রায় ২ শতাধিক জুয়াড়ী নদীতে ঝাপ দিয়ে এবং নদীর পাশ দিয়ে পালিয়ে যায়।