তাহিরপুরে বিদেশী পিস্তলসহ উপজাতীয় যুবক আটক

39

তাহিরপুর থেকে সংবাদদাতা :
তাহিরপুর সীমান্তে গুলি ভর্তি বিদেশি পিস্তল সহ এক উপজাতি যুবক কে আটক করেছে র‌্যাব সুনামগঞ্জ ৯। আটককৃত যুবকের নাম খোকন সাংমা (৪০)। সে জেলার মধ্যনগর থানার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের ভারতীয় সীমান্ত সংলগ্ন কাইতাকোনা আদিবাসী গ্রামের ছুরত সাংমার ছেলে। সোমবার রাত সাড়ে ৯ টার দিকে তাহিরপুর উপজেলার বীরেন্দ্রে নগর সীমান্তের কচুয়াছড়া থেকে খোকন সাংমাকে আটক করে র‌্যাব।
সূত্রে জানা যায়, র‌্যাবের সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে.কমান্ডার ফয়সাল আহমেদের নেতৃত্বে র‌্যাবের একটি টহল দল তাহিরপুর উপজেলার বীরেন্দ্রনগর সীমান্তের কচুয়াছড়া থেকে ৫ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তলসহ খোকন সাংমাকে আটক করে।
র‌্যাব আরও জানায় খোকন সাংমাকে আটক কালে স্থানীয় অনেকেই তাদের জানিয়েছে খোকন সাংমা ভারতীয় সন্ত্রাসী চক্রের সঙ্গে আঁতাত করে ভারত থেকে বিভিন্ন ধরণের অস্ত্র নিয়ে এসে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কেনা বেচা করতো।