গাড়ী পুড়ানো মামলায় কানাইঘাটে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জামিন লাভ

32

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট থানার দায়েরকৃত একটি গাড়ী পুড়ানো মামলায় দীর্ঘ দেড় মাস কারা বরনের পর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী জামিন পেয়েছেন। গতকাল মঙ্গলবার সিলেটের চীফ জুডিশিয়াল সিনিয়র ম্যাজিষ্ট্রেট আদালতে শুনানীর পর বিজ্ঞ আদালত কানাইঘাট সদর ইউপি বিএনপির সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিন (বরই), উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইলেক্ট্রনিক্স ব্যবসায়ী ফারুক আহমদ, যুবদল কর্মী মোঃ জাকারিয়া, আব্দুল্লাহ এবং উপজেলা তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজের জামিন মঞ্জুর করেন। প্রসজ্ঞত যে, ২০ দলীয় জোটের অনির্দিষ্ট কালের টানা অবরোধ কর্মসূচীর শুরুতে সিলেট-জকিগঞ্জ সড়কের কানাইঘাট মানিকপুর নামক স্থানে দুর্বৃত্তরা একটি পিকআপ ও লেগুনায় পেট্রোল ঢেলে অগ্নি সংযোগ করে। এ ঘটনায় কানাইঘাট থানা পুলিশ বিশেষ ক্ষমতা আইনে বিএনপি ও জামায়াতের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীকে আসামী করে মামলা দায়ের করে উক্ত মামলায় জামিন প্রাপ্ত এ ৫জন ছাড়াও বিএনপি ও জামায়াত শিবিরের ৪০ এর অধিক নেতাকর্মী বর্তমানে জেল হাযতে রয়েছেন। জামিনপ্রাপ্ত নেতাকর্মীদের আত্মীয়স্বজন ও দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন গাড়ী পুড়ানো মামলার এজাহারে তাদের নাম না থাকলেও পুলিশ এজাহার বর্হিভূত আসামী দেখিয়ে তাদের গ্রেফতার করে।