বড় জয়ে সিরিজে এগিয়ে গেল ভারত

75
India's players celebrates the dismissal of West Indies' Kieran Powell during the fourth one-day international cricket match between India and West Indies in Mumbai, India, Monday, Oct. 29, 2018. (AP Photo/Rafiq Maqbool)
India’s players celebrates the dismissal of West Indies’ Kieran Powell during the fourth one-day international cricket match between India and West Indies in Mumbai, India, Monday, Oct. 29, 2018. (AP Photo/Rafiq Maqbool)

স্পোর্টস ডেস্ক :
ওয়েস্ট ইন্ডিজকে ২২৪ রানের বড় ব্যবধানে হারিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে ভারত। চতুর্থ ওয়ানডেতে ৩৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৬.২ ওভারে ১৫৩ রানেই গুটিয়ে যায় ক্যারিবীয়রা।
১-১ সমতা বিরাজ করায় আজকের ম্যাচটি দুই দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ ছিল। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কোহলি। ওপেনিং জুটিতে স্বাগতিকদের ৭১ রান এনে দেন রোহিত-ধাওয়ান। ব্যক্তিগত ৩৮ রানে ধাওয়ান ফেরেন। টানা তিন সেঞ্চুরি করা কোহলিও (১৬) বেশিক্ষণ টিকতে পারেনি।
তবে ১০১ রানে কোহলিকে হারানোর পর তৃতীয় উইকেটে আম্বাতি রাইডুর সঙ্গে ২১১ রানের জুটি গড়েন রোহিত। তুলে নেন ওয়ানডের ২১তম সেঞ্চুরি। শেষপর্যন্ত ১৩৭ বলে ২০ চার আর ৪ ছক্কায় ১৬২ রানে আউট হয়েছেন এই ওপেনার। ৮১ বলে সেঞ্চুরি করার পরার আউট হয়ে ফেরেন রাইডুও। শেষের দিকে মহেন্দ্র সিং ধোনির ১৫ বলে ২৩ আর কেদার যাদবের ৭ বলে ১৬ রানের ঝড়ো ইনিংসে ভারত থামে ৩৭৭ রানে। ক্যারিবীয়দের পক্ষে ২টি উইকেট নিয়েছেন কেমার রোচ। অ্যাশলে নার্স আর কেমো পল নিয়েছেন একটি করে উইকেট।
পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ২০ রানেই ৩ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দিন ম্যাচে দারুণ খেলা শাই হোপ, শিমরন হেটমায়ার-কেউই আজ থিতু হতে পারেনি ক্রিজে। হোপ শুন্য রানে ফিরেছেন, হেটমায়ার ১৪। সতীর্থদের আসা-যাওয়ার ভীড়ে অধিনায়ক জেসন হোল্ডারই যা একটু লড়েছেন। তিনি অপরাজিত ছিলেন ৫২ রানে।
ভারতের পক্ষে ৫ ওভারে ১৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন পেসার খলিল আহমেদ। কুলদীপ যাদবও নিয়েছে ৩টি। ম্যাচসেরা হয়েছেন রোহিত শর্মা।