কুলাউড়ার শরীফপুর ইউনিয়নে সড়ক মেরামতের দাবিতে সড়কে ধান রোপণ করে এলাকাবাসীর প্রতিবাদ

278
মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের সড়ক মেরামতের দাবিতে সড়কে ধান লাগিয়ে এলাকাবাসীর অভিনব প্রতিবাদ।

মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
সড়কে ধান রোপণ ও মানববন্ধন করে ক্ষতিগ্রস্থ রাস্তা মেরামতের দাবি জানালো দুর্ভোগগ্রস্তরা। অভিনব এই প্রতিবাদটি জায়িছেন মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের ইটারঘাট নছিরগঞ্জ বাজার বাসিন্দারা। মানববন্ধন ও সড়কে ধান রোপণ করে প্রতিবাদে অংশগ্রহণকারীদের অন্যতম দাবি ছিল বিগত বন্যায় ওই এলাকার ব্যাপক ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামত, চাতলা ব্রিজে বেড়িবাঁধ ও বন্যা প্রতিরোধে নদীর প্রতিরক্ষা বাঁধ পুন:নির্মাণ করার।
২২ মে (বুধবার) দুপুরে উপজেলার শীরফপুর ইউনিয়নের ইটারঘাট বাজার চৌমুহনায় ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ওই এলাকার দুর্ভোগগ্রস্ত বিভিন্ন শ্রেণীপেশার ৩ শতাধিক লোকজন অংশ নেন।
প্রতিবাদ সমাবেশে বক্তব্যকালে এলাকাবাসী অভিযোগ করে বলেন বিগত বন্যায় এই এলাকার সড়ক গুলো চরম ক্ষতিগ্রস্ত হলেও দীর্ঘদিন থেকে সংস্কার না হওয়ায় এখন চলাচলের অনুপযোগী। এমন বেহাল দশায় পড়া সড়কের সংস্কার কাজের জন্য সংশ্লিষ্ট নানা জায়গায় ধর্ণা দিয়েও কাজ হচ্ছেনা। অথচ এই সড়কইি উপজেলা ও জেলা শহরের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম হওয়ায় এলাকার রোগী, গর্ভবতী মহিলা ও স্কুল কলেজের শিক্ষার্থীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বক্তরা বলেন এক বছর আগে বন্যার কবলে পড়ে রাস্তার এমন করুণ দশা হলেও এই তা মেরামতে সংশ্লিষ্টদের কোন উদ্যোগই চোখে পড়ছে না। এখন এই রাস্তার অবস্থা খুবই নাজুক। ইটারঘাট ও চাতলাপুর চেকপোস্ট রাস্তাটি সংস্কার, মনু নদীর চাতলাপুর বেড়িবাঁধ স্থায়ীভাবে নির্মাণসহ ওই এলাকার বন্যা ক্ষতিগ্রস্ত ছোট বড় সড়কগুলো দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানাচ্ছি। তারা হুঁশিয়ারী দিয়ে বলেন খুব শিগগিরই যদি তা মেরামতের কাজ শুরু না হয় তা হলে এই ন্যায্য দাবি আদায়ে আরো কঠোর কর্মসূচী নিয়ে ওই এলাকার দুর্ভোগগ্রস্তরা রাজপথে আন্দোলনে নামবে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান মো. তফাজ্জ্বল হোসেন চিনু, মো.খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. মুস্তাকিম আলী, প্রবাসী আব্দুল হান্নান, মো. নাজিম উদ্দিন, আব্দুল হাকিম, মো. রুবেল রানা, মো. মৌলানা আমির উদ্দিন কাসেম, শামীম মাহমুদ, বিকাশ দেব প্রমুখ।