সুনানামগঞ্জে ৪ হাজার কোটি টাকা ব্যয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হবে – পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

225
দক্ষিণ সুনামগঞ্জে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় উপজেলার ১৪৭টি গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি।

এম এম ইলিয়াছ আলী দক্ষিণ সুনামগঞ্জ থেকে :
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, সরকার দেশের উন্নয়নে ব্যাপক ভাবে কাজ করে যাচ্ছে, শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগ-বাসস্থান-বিদ্যুৎ সহ প্রতিটি ক্ষেত্রে সমান তালে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, আমি চাকরি জীবনে ইউএনও-ডিসি ও সচিব ছিলাম, কিন্তু এ রকম প্রকল্প বা কাজ আগে কখনও দেখিনি। এ গুলো সম্ভব হচ্ছে শুধু বাংলাদেশ স্বাধীন হয়েছে বলে। এবং তার পাশা-পাশি এই সময়ে সঠিক নেতৃত্বের কারণে আজ বাংলাদেশে এখন অনেক এগিয়ে গেছে। বিশ্বর বুকে দেশ এখন একটি উন্নয়নশীল দেশ হিসাবে স্বীকৃতি পেয়েছে।
মন্ত্রী বলেন, এক সময় অফিসারদের কাছে সাধারণ মানুষজন যেতে পারতেন না, কোর্ট কাচারীতে আমাদের বাপ-দাদারা দিনের পর দিন অপেক্ষা করেছেন সাহেবদের জন্য। অনেক ভাবেই সেই সময় অবজ্ঞা করা হত সাধারণ মানুষদের। আমরা প্রায় সময় শুনতাম চৈত্র-বৈশাখ মাস এলে রাতের বেলা মাইকে বলা হচ্ছে এই হাওর তলিয়ে যাচ্ছে ঐ হাওরের বাঁধ ভেঙে গেছে, তখন আমাদের বাপ-চাচারা উড়া কোদাল নিয়ে যার যা আছে সব কিছু নিয়ে বাঁধ রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়তেন। আর এখন দিন রাত আমাদের ইউএনও ডিসি সাহেবরা হাওরের বাঁধে পড়ে থাকান আমাদের ফসল পাহারা দেন যাতে করে আমাদের ফসল রক্ষা হয় সে দিকে খেয়াল রাখেন।
মন্ত্রী আরও বলেন, দেশের কোন মানুষ গৃহহীন থাকবে না সবার জন্য বাসস্থান নিশ্চিত করা হবে।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় আশ্রয়নের অধীকার-শেখ হাসিনার উপহার এই শ্লোগানকে সামনে রেখে, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ এফআইবিডিবি’র কেন্দ্রীয় প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে উপজেলার গৃহহীন ১৪৭টি পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন তিনি।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে হাওর অঞ্চলের জন্য (সুনামগঞ্জের জন্য) ৫ শত কোটি টাকার বিশেষ উন্নয়ন পরিকল্পনা আমরা হাতে নিয়েছি, এই টাকা গুলো এই অঞ্চলে শিক্ষা, স্যানিটেশন ও বিশুদ্ধ পানির জন্য ব্যয় করা হবে। সেই সাথে সুনামগঞ্জ ৪ হাজার কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় নির্মাণ করা হবে, যার জন্য এরই মধ্যে আমরা অফিসিয়াল কাজ প্রায় শেষে পর্যায়ে নিয়ে গেছি। হয়ত আগামী ২-১ বছরের মধ্যে সেটার বাস্তবায়ন কাজ শুরু হবে। সেই সাথে ১১ শত কোটি টাকা ব্যয়ে সুনামগঞ্জ মেডিকেল কলেজ নির্মাণের কাজ চলছে।
তিনি বলেন, কত উন্নয়নের কথা বলব শুধু উন্নয়ন আর উন্নয়ন, আমাদের ছাতক থেকে সুনামগঞ্জে রেল লাইনের কাজও ২-১ বছরের মধ্যে শুরু হবে। এর পই সুনামগঞ্জ-নেত্রকোনা রেল লাইন নির্মাণ করার পরিকল্পনা করা হয়েছে। তখন রেল লাইনেই দেশের মানুষ সমগ্র বাংলাদেশ ঘুরতে পারবেন।
সভায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ’র সভাপতিত্বে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভূঁইয়া’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সফিউল আলম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, শিমুলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জিতু।
এ সময় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী তহুর আলী, সাধারণ স¤পাদক আতাউর রহমান, সাংগঠনিক স¤পাদক আব্দুল বাছিত সুজন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ আমিন, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান নুর কালাম, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান নুরুল হক, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন সহ প্রমুখ।
সভার শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, গীতাপাঠ করেন, রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিষ চক্রবর্তী।
সভা শেষ উপজেলার ১৪৭টি পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি সহ অতিথিবৃন্দরা।
এর আগে সকাল সাড়ে ১০টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের জয়কলস গ্রামের গৃহহীন রবীন্দ্র বিশ্বাসের নির্মিত ঘর আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।
অপরদিকে সকাল ১১টা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের বাস্তবায়নে ২ কোটি ২১ লক্ষ টাকা ব্যয়ে নব নির্মিত দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।
এ সময় উপস্থিত ছিলেন, এলগিইডির নির্ব্বাহী প্রকৌশলী ইকবাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ, উপজেলা প্রকৌশলী শামীম হাসান, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান সহ প্রমুখ।