স্টাফ রিপোর্টার :
প্রতি বছর রমজান মাসে নগরীতে বাজার মনিটরিংয়ে জেলা প্রশাসক বাজারসমুহ নিয়মিত পরিদর্শন ও নিবিড় মনিটরিং কমিটি গঠন করে অভিযান পরিচালনা করছে। প্রতিদিন চলছে মনিটরিং কমিটির সদস্যদের পরিদর্শন। মহানগরীর এক বাজার থেকে আরেক বাজারে তাদের পদচারণা। কখনও জরিমানা আদায় করছেন। আবার কখনও ক্ষুদ্র ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধি করতে পরামর্শ দিচ্ছেন।
গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় নগরীর মদিনা মার্কেট এলাকায় সিলেট জেলা প্রশাসক রমজানে বাজার মনিটরিং কমিটি সদস্যরা পরিদর্শন করে। এ সময় কমিটির সদস্যরা বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধির পরামর্শ দেন।
বাজার পরিদর্শনে মনিটরিং কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেলাল চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, বেনু ভূষণ দাস, জেলা বাজার কর্মকর্তা শাহ মো. মোর্শেদ কাদের, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপশ দাশ পুরকায়স্থ প্রমুখ।