স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুরমার অভিযানে ফেলে দেয়া ১০ বছরের পুরনো সাড়ে ১২ টন পচা খেজুর ময়লার ভাগাড় থেকে তুলে ফের দোকানে আনলেন ব্যবসায়ীরা। গত মঙ্গলবার ময়লার ভাগাড়ে ফেলা খেজুর পরদিনই অতি মুনাফা লোভী দোকানী ও রেস্তোরাঁ মালিকরা কর্মচারীদের দিয়ে তুলে এনেছেন। মঙ্গলবার রাতে ও গতকাল বুধবার বিকেলে বস্তাভর্তি পচা খেজুরগুলো ময়লার ভাগাড় থেকে তুলে আনার সময় দেখে ফেলেন স্থানীয় জনতা। দোকানীরা এ কাজে দোকান কর্মচারীদের ব্যবহার করেছেন।
স্থানীয়রা জানান, বিকেলে ভাগাড় থেকে তুলে আনা খেজুরগুলো একটি ভ্যানে করে নিয়ে যাওয়ার পথে জনতা দেখে ফেলায় হতভম্ব হয়ে পড়েন দোকান কর্মচারীরা। ভ্যানে রাখা খেজুরের বস্তাগুলো ছেঁড়া-ফাটা ও ময়লাযুক্ত ছিল। এসময় লোকজন জড়ো হতে শুরু করলে দোকান কর্মচারীরা সটকে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এরআগে দোকান কর্মচারীরা মঙ্গলবার রাতে ও বুধবার দিনভর হয়তো আরও খেজুর সংগ্রহ করেছে। বিষয়টি খেয়াল করা হয়নি। তবে ময়লায় ফেলা নষ্ট খেজুর তুলে এনে বিক্রির প্রয়াস খুবই উদ্বেগের বলে মন্তব্য করেছেন অনেকে। মঙ্গলবার জব্দ করা সাড়ে ১২ টন পচা খেজুর একটি ট্রাকে বোঝাই করে হুমায়ন রশিদ চত্বর সংলগ্ন সিলেট-ঢাকা মহাসড়কের রাস্তার পাশের একটি ডোবায় ফেলে দেয়া হয়েছিল।
এ ব্যাপারে ভোক্তা অধিদফতর সিলেটের সহকারী পরিচালক জাহাঙ্গীর হোসেন বলেন, কেউ যদি জেনে শুনে ময়লা খায়, তাকে আর কি বলবেন। তবে ময়লার ভাগাড় থেকে পচা খেজুর ভর্তি বস্তা যে বা যারা সংগ্রহ করেছে তাদের ব্যাপারে খোঁজ নিচ্ছি। ধরতে পারলে বড় আকারে জরিমানা করা হবে।