লোকসভা নির্বাচনের প্রতীক্ষিত ফল ঘোষণা আজ

16

কাজিরবাজার ডেস্ক :
লোকসভা নির্বাচনের বুথ ফেরত জরিপে জয়ের আভাসের পর ফুরফুরে মেজাজে রয়েছে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এরইমধ্যে সরকার গঠনের প্রস্তুতির অংশ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি প্রধান অমিত শাহ মঙ্গলবার একটি পরিকল্পনা উন্মোচন করেছেন। একে এনডিএ-২ জোট সরকার গঠনের ব্লু-প্রিন্ট নাম দিয়েছেন তারা। বিগত সরকারের ধারাবাহিকতায় এবার দ্বিতীয় ধাপে এনডিএ জোট সরকার গঠিত হলে সেই সরকার কিভাবে পরিচালিত হবে, তাদের অগ্রাধিকার কী হবে; মোদি-অমিতের উন্মোচিত পরিকল্পনায় সেসব বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
সাত দফায় অনুষ্ঠিত লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে ১৯ মে। আজ ২৩ মে বৃহস্পতিবার ঘোষণা করা হবে ফল। ১৪ বুথফেরত জরিপের মধ্যে ১২টি-ই আভাস দিয়েছে আবারও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। জরিপগুলোতে ওই জোটের ২৮২ থেকে ৩৬৫ আসন পাওয়ার আভাস মিলেছে। জরিপের ফল নিয়ে তেমন একটা উচ্চবাচ্য না করলেও বিজেপি তার জোট শরিকদের সঙ্গে আলোচনা থামিয়ে রাখেনি। এদিকে শরিকদের সবার সম্মতিক্রমে মোদি-অমিত শাহ পরবর্তী এনডিএ সরকারের রূপরেখা ও অগ্রাধিকারের বিষয়গুলোকে এক সমন্বিত পরিকল্পনা আকারে হাজির করেছেন। সরকার গঠনে সমর্থ হলে পরবর্তী ৫ বছর ভারতের সরকার পরিচালিত হবে ঘোষিত ওই পরিকল্পনা অনুযায়ী।
ভোট লুট হলে রক্তবন্যা বয়ে দেয়ার হুঁশিয়ারি বিরোধীদের : ভোট গণনার দিন ভোটিং মেশিনে জালিয়াতির চেষ্টা করলে পরিণাম ভাল হবে না বলে বিজেপি ও তাদের জোটগত মিত্রদের সতর্ক করেছেন রাষ্ট্রীয় লোক সমতা পার্টির (আরএলএসপি) নেতা উপেন্দ্র কুশওয়াহা। এ ধরনের কিছু ঘটলে সহিংস প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বলেছেন, ভোট লুট হলে রাস্তায় রক্তের বন্যা বইয়ে দেবে জনগণ।