কমলগঞ্জে ধলাই নদীর তীর রক্ষা বাঁধ ধসে আতঙ্ক

12

পিন্টু দেবনাথ, কমলগঞ্জ থেকে :
মৌলভীবাজারে কমলগঞ্জের শুকুর উল্ল্যারগাঁও এলাকায় ধলাই নদী তীর প্রতিরক্ষা বাঁধের একটি অংশ ধসে পড়ে গেছে। একাধারে বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে উপজেলার মাধবপুর ইউনিয়নের শুকুর উল্ল্যার গাঁও গ্রামে ধলাই নদীর তীরে প্রতিরক্ষা বাঁধের একটি অংশ ধসে পড়ায় শত শত মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। শীঘ্রই ধলাই নদীর ঝূঁকিপূর্ণ প্রতিরক্ষা বাঁধ মেরামত না করলে এ বর্ষায় নদীতে পানি বাড়লে বাঁধটি সম্পূর্ণ ২০০ ফুট জায়গায় ভেঙ্গে যাবে। এলাকাবাসী জানায়, বন্যা হলে হাজার হাজার পরিবার পানি বন্দি হবে এমনটা আংশস্কা রয়েছে। টানা বৃষ্টিপাত হলে নদীতে পাহাড়ি ঢলের পানি আসলে এই ঝকিপূর্ণ স্থানে ভাঙ্গন দিয়ে পানি প্রবেশ করলে প্রায় আশপাশে ১৪/১৫ গ্রামের দশ হজার বসত ঘর স্থাপনা ও ৫০০ একর বোরো ধান ও অন্যান্য ফসল ক্ষয়ক্ষতি হবে। এই বাঁধে থাকা শুকুর উল্ল্যার গাঁও ছাড়াও ছয়ছিড়ি, ঝপলার পাড়, নোয়াগাঁও, গোবিন্দবাড়ি, ঝাপের গাঁও, ছড়া পাথাড়ি, বদলের গাঁও, শিমুলতলা শিব বাজার, বমন গাঁও, ধলাই পাড়, ভাষানী গাঁও, ভান্ডরী গাঁও, বনগাঁও হিজলি ছড়া, গ্রাম রয়েছে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষে দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।