মিনহাজ উদ্দীন শরীফ
মানুষ রূপে জন্ম নিলেই
হওয়া যায় না মানব,
মনুষ্যত্বের শিক্ষা-দীক্ষা
ভুলে সাজে দানব।
সাধুর বেশে ধরার মাঝে
মানব চলে কতো,
মিথ্যা কথায় লোক ভুলিয়ে
ক্ষতি করে শতো।
ধান্দাবাজি চোর ডাকাতির
পেশা নিয়ে চলে,
সুযোগ বুঝে ভাব দেখিয়ে
থাবা বসায় ছলে।
বিপদ দেখলে ধরে গিয়ে
মুয়াজ্জিনের সাজ,
বিপদ থেকে উদ্ধার হলেই
করে নোংরা কাজ।
মুখে বলে খোদার কথা
মনে হিংসার ফন্দি,
আপন স্বার্থ উদ্ধার করতে
ভুলে নিজের সন্ধি।