মন ও মননের বিকাশে খেলাধূলা কিংবা বিনোদন সবচেয়ে গুরুত্বপূর্ণ —–মেয়র আরিফুল হক

42

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, মন ও মননের বিকাশে খেলাধূলা কিংবা বিনোদন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলাধূলার পাশাপাশি আমাদের সাহিত্য ও সংস্কৃতি চর্চা করতে হবে। মৌসুমী ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থা আয়োজিত মৌসুমী প্রিমিয়ার লীগ এর পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শনিবার রাতে আগপাড়া এলাকায় মৌসুমি ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মহিউল ইসলাম চৌধুরীর মনসুর এর সভাপতিত্বে ও হিমেল আহমদের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আগপাড়া জামে মসজিদের মুতাওয়ালী নুরুল ওয়াহিদ তুরন, ১৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুমিত চৌধুরী, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর এ বি এম জিল্লুর রহমান উজ্জ্বল, সংস্থার উপদেষ্টা শরফুল ইসলাম চৌধুরী সাদিক, ইউকে প্রবাসী শাহ আলম, আব্দুল হামিদ মানিক।
এছাড়ও উপস্থিত ছিলেন মৌসুমি ক্রীড়া ও সমাজ কল্যান সংস্থার সাধারণ সম্পাদক ওবায়দুল হক চৌধুরী মাসুম, সহ সভাপতি আলী মোহাম্মদ মিজানুর রহমান ও ফখরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি