শাবিতে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি ১৮ ও ১৯ নভেম্বর

112

শাবি থেকে সংবাদদাতা :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ¯œাতক ১ম বর্ষ ১ম সেমিস্টারের অপেক্ষমান তালিকা থেকে ভর্তি আগামী ১৮ ও ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এ তথ্য জানা যায়।
১৮ নভেম্বর রোববার সকাল ৯ টা থেকে বি-১ ইউনিটের অপেক্ষামান তালিকার ১-৪০০ পর্যন্ত এবং ২টা থেকে একই ইউনিটের ৪০১-৭০০ পর্যন্ত ভর্তি অনুষ্ঠিত হবে।
১৯ নভেম্বর সকাল ৯টায় একই ইউনিটের অপেক্ষামান ৭০১-১১০০ পর্যন্ত এবং দুপুর ২টায় ১১০১-১৪০০ পর্যন্ত ভর্তি অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল সাড়ে ৪টায় বি ইউনিটের গ্র“প-২ এ অপেক্ষামান তালিকা ১-৩০ এবং সংশ্লিষ্ট ইউনিটের বিভিন্ন কোটায় অপেক্ষামান তালিকার মধ্যে মুক্তিযোদ্ধা কোটা ১-১৭, প্রতিবন্ধী কোটা-১-৩, পোষ্য কোটা-১-১, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা ১-৯ এবং বি ইউনিটের গ্রুপ-২ এ মুক্তিযোদ্ধা কোটা-১-১ পর্যন্ত ভর্তি করানো হবে। এ ইউনিটের অপেক্ষামান তালিকা এখনো প্রকাশিত হয়নি।
এদিকে বি ইউনিটের গ্র“প-১ সাব-ইউনিটে ৯৬০টি আসনের মধ্যে ৭৬১টি এবং গ্র“প-২ সাব-ইউনিটে ৩০টি আসনের ২৮টি আসন খালি আছে।
এছাড়া ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (admission.sust.edu) অথবা ০১৫৫৫৫৫৫০০১-৪ হটলাইনে যোগাযোগ করেও জানা যাবে।