ফেসবুক হোক দ্বীনের জন্য

30

হাজেরা সুলতানা হাসি

আমাদের দৈনন্দিন জীবনে ফেসবুক যেমন
আমাদের দিয়েছে বিশেষ উপহার, তেমনি এর
মাধ্যমে ঘটে যাচ্ছে নানা রকম বিপত্তি।
সব কিছুর যেমন ভাল/খারাপ দিক আছে,
তদ্রƒপ ফেসবুকের মাধ্যমে ঘটছে কল্যাণকর/
অকল্যাণকর নানা কান্ড
তবে এর জন্য ফেসবুক দায়ী নয়।
কারণ নিজে সাবধানে থাকলে ফেসবুক যত
খারাপই হোক না কেন,
এর দ্বারা খারাপ কিছু ঘটা তেমন
একটা সহজ নয়। “নিশ্চয় সকল কাজ
নিয়তের উপর নির্ভরশীল”
তাই আসুন হে জ্ঞানসম্পন্ন শ্রেষ্ঠ
মানব জাতি!আমরা ফেসবুকের মাধ্যমে ভাল
কাজ করে এর সদ্যবহার করি।
ফেসবুক হোক কল্যাণের জন্য,
দ্বীনের জন্য। খারাপ
কাজের জন্য নয়।